সত্যবার্তা ডেস্ক
নাটোর সিপিসি- র্যাব-৫ এর অভিযানে অদ্য ২১ জুলাই ২০২২ ইং তারিখ ১২:০০ হইতে ১৩:৩০ ঘটিকা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক মোঃ রফিকুল ইসলাম এবং জনাব মোঃ রাকীন মাশরুর খান, এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক কার্যালয় নাটোর এর সহিত যৌথ অভিযান পরিচালনা করে। নাটোর সদর থানাধীন নীচা বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন মজুদের দায়ে, পলাশ এন্টারপ্রাইজ এর মালিক’কে ২৫,০০০/- হাজার টাকা জরিমানা ও ৩২০ কেজি পলিথিন জব্দ, টুটেন ষ্টোর এর মালিক’কে ৪৫,০০০/- হাজার টাকা জরিমানা ও ৭৫০ কেজি পলিথিন জব্দ এবং তেবাড়ীয়া উত্তর পাড়া এলাকায় পলিন এন্টারপ্রাইজ এর মালিক’কে ৫০,০০০/- হাজার টাকা জরিমানা ও ৩৮৫০ কেজি পলিথিন জব্দ করা হয়। ০৩ টি পলিথিনের দোকান মালিক’কে সর্বমোট ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা জরিমানা ও মোট ৪৯২০ কেজি পলিথিন জব্দ করা হয়।
পরবর্তীতে জনাব মোঃ রাকীন মাশরুর খান, এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় নাটোর এর নির্দেশে জব্দকৃত আলামত মোট ৪৯২০ কেজি পলিথিন পরিবেশ অধিদপ্তর, নাটোর বরাবরে হস্তান্তর করা হয় এবং জরিমানাকৃত ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা সরকারী কোষাগারে জমা করা হয়েছে।