সত্যবার্তা ডেস্ক:
নাটোর সদর উপজেলার চক আমহাটি হিন্দু পাড়া এলাকায় শনিবার (১ এপ্রিল) দুপুর আনুমানিক ২ টার সময় পরকীয়া প্রেম’কে কেন্দ্র করে স্বামী শ্রী কালু দাসকে কুপিয়ে জখম করেছে একই এলাকার মৃত মনোরজ্ঞন এর ছেলে শ্রী শুকচান দাস।
ভুক্তভোগী শ্রী কালু দাসের ভাই শ্রী বজেন দাস বলেন, গতকাল শনিবার সকালে শুকচান এসে তাঁর বৌদির কাছে ৫ হাজার টাকা দাবী করেন। তিনি ২ হাজার টাকা দিতে চায় কিন্তু শুকচান বলে তার ৫ হাজার টাকায় লাগবে, এই বলে তাঁর বৌদিকে মারধর করে। তখন তাঁর বৌদি মোবাইল ফোনে তাঁর ভাইকে বিষয়’টি জানাই। খবর পেয়ে তার ভাই শ্রী কালু দাস বাড়িতে আসে এবং বাড়ির সামনে শুকচান কে দেখতে পাই। এরপর শুকচানের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে শুকচান হাসুয়া দিয়ে তার ভাইয়ের মাথায় কোপ মারে। তার ভাই হাসুয়ার কোপ হাত দিয়ে ধরতে গেলে হাতের কোব্জি কেটে যায়।
অভিযুক্ত শ্রী শুকচানের ভাই শ্রী বাবু দাস বলেন, কালু দাসের সঙ্গে যখন তার ভাইয়ের কথা কাটাকাটি হয় তখন তার স্ত্রী শান্তনা রানী বাড়ি থেকে হাসুয়া নিয়ে আসেন এবং তার ভাই শুকচান কে কোপ দিতে গেলে সেই কোপ তার স্বামী কালু দাসের হাতে গিয়ে লাগে।
স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, কালু দাসের স্ত্রী শান্তনা রানীর সঙ্গে শুকচানের বড় ভাই শ্রী রিপন দাসের পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে। এবং রিপনের ছোট ভাই শুকচান বিষয়’টি জেনে যায়, এই জন্য শান্তনা রানীর কাছে শুকচান ৫ হাজার টাকা দাবী করেন। আর মূলত এই কারনেই মারামারির ঘটনা ঘটে।
এই পরকীয়া প্রেমের বিষয় জানতে চাইলে শ্রী রিপন দাস মুঠো ফোনে জানান, তার সঙ্গে কালু দাসের চাচা ভাতিজার সম্পর্ক এবং বন্ধুর মত চলাফেরা করেন। এই কারনে তার বাড়িতে যাতায়াত রিপনের। শান্তনা রানীর সঙ্গে তার কোন প্রেমের সম্পর্ক নেই বলে জানান। তাহলে তাঁর ছোট ভাই শুকচান কেন শান্তনা রানীর কাছে ৫ হাজার টাকা দাবী করলেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁর ছোট ভাই নেশাগ্রস্থ নেশার টাকা জোগার করতে এমন কান্ড ঘটিয়েছে।