
সত্যবার্তা ডেস্ক:
নাটোর সদর উপজেলার পাঁচটি ইট ভাটায় ১৯ লাখ টাকার অর্থদন্ড প্রদান করেছে পরিবেশ অধিদপ্তর (নাটোর), সোমবার (১৫ জানুয়ারী) নাটোর সদরের সেনভাগ ও পন্ডিতগ্রামে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।
অর্থদন্ড প্রদানকারী পাঁচটি ভাটা হচ্ছে, পন্ডিতগ্রাম এলাকার- সিএইচএন ইট ভাটা, এনকেসি ইট ভাটা, এসিএইচ ইট ভাটা , আরবিআর ইট ভাটা এবং সেনভাগ ঘোষপাড়া এলাকার বিটিবি ইট ভাটা।
পরিবেশ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুকুমার সাহা জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং স্কুলের ০১ কিলোমিটারের মধ্যে ভাটার অবস্থান থাকায় অভিযানে পাঁচটি ভাটার মালিককে এই দন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার বলেন, ইট ভাটা স্থাপন ও নিয়ন্ত্রন আইন-২০১৩ অনুযায়ী এই দন্ড প্রদান করা হয়েছে।