সত্য বার্তা ডেস্ক :
নাটোর সদর থানাধীন দস্তনাবাদ কুমারপাড়া এলাকায় (বুধবার ১২ জুলাই) সকাল আনুমানিক ৭ ঘটিকার সময়। পাওনা টাকার জেরে কৃষক হত্যা মামলার পলাতক আসামি মোঃ লাভলু শেখ (৪২), পিতা- মোঃ শুকচান, সাং- কাফুরিয়া (রিফুজিপাড়া), থানা ও জেলা- নাটোর কে। র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানি উপ-অধিনায়ক সিনিয়র পুলিশ সুপার সনজয় কুমার সরকার এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের ১২ ঘন্টার মধ্যে পলাতক আসামি কে গ্রেফতার করেছে।
র্যাব ও মামলা সূত্রে জানা যায়, ভিকটিম মৃত আবুল কালাম (৫৫) পেশায় একজন কৃষক। তিনি মানুষের জমি বর্গা ও লীজ নিয়ে কলা চাষ করত। ঘটনার ৫/৬ মাস আগে ভিকটিম মৃত আবুল কালাম চাষ করা কলা গ্রেফতারকৃত আসামির ভাই মোঃ কামাল হোসেন এর নিকট ৭০/৮০ টাকা বিক্রয় করেন এবং কলার ২০,০০০০/- (বিশ হাজার) টাকা বাকি রাখে। ভিকটিম পাওনা টাকা চাইলে আসামিরা বিভিন্ন তালবাহানা করে এবং ঘটনার দিন (বুধবার ১২ জুলাই) সকাল আনুমানিক ৭ টার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে ভিকটিমকে আসামিরা এলোপাতাড়ি মারধর করলে ভিকটিম ঘটনা স্থলেই মারা যায়।
এই ঘটনায় বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচার হলে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং হত্যাকাণ্ডের ১২ ঘন্টার মধ্যে এজাহার ভুক্ত পলাতক আসামিকে মোঃ লাভলু শেখ (৪২) কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে নাটোর সদর থানায় আসামিকে হস্তান্তর করা হয়।