
সত্যবার্তা ডেস্ক:

নাটোরের তেবাড়িয়ায় পূজার সময় স্ট্রোক করে পুরোহিত এবং নলডাঙ্গায় দায়িত্বরত অবস্থায় হার্ট এ্যাটাকে আনসার সদস্যের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন, মাধনগর, ভট্টপাড়া গ্রামের আলাউদ্দিন আলী (৫৯) । তিনি আচরাখালী আনন্দময়ী কালিমন্দিরে আসনার সদস্য হিসেবে কর্তব্যরত ছিলেন। অপর একজন হলেন, নাটোর পৌর এলাকার তেবাড়িয়া পালপাড়া সার্বজনীন দূর্গা মন্ডপের পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী । বিশ্বনাথ চক্রবর্তী নওগাঁ জেলার পাথরঘাটা এলাকার বাসিন্দা। তিনি ছেলে পুলিশ সদস্য পার্থ চক্রবর্তীর সাথে নাটোর শহরের হরিশপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায় , রাত সাড়ে ৩ টার দিকে আচরাখালী আনন্দময়ী কালিমন্দিরে আনসার সদস্য হিসেবে কর্তব্যরত আলাউদ্দিন আলী হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন। রাতেই তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল ১১ টার দিকে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা আনছার এডজুটেন্ট শফিকুল আলম। তিনি জানান, পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।