
নাটোরে মসির সরকার (৫৫)নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রী পপি বেগম (৪০) এর উপর, উক্ত ঘটনাটি ঘটেছে নাটোর সদরের দরাপপুর এলাকায়
। গত ৪ই মার্চ নাটোর সদরের লক্ষীপুর ইউনিয়নের দরাপপুর শেখের হাট গ্রামে এ ঘটনা ঘটে। আহত মসির সরকার একই গ্রামের নজির সরকারের ছেলে। এলাকা বাসী সূত্রে জানা যায় যে,পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা যায়। এলাকা আরোও জানান যে, স্বামী -স্ত্রীর প্রতিদিনের কলহ থাকায় স্ত্রী পপি তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন।
আহত অবস্থায় তাঁকে চিকিৎসা দেওয়ার জন্য বড়াই গ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সে অবস্থার অবনতি হলে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসারত আছে। তার ছেলে পলাশ সরকার তার পিতা মসির সরকার কে মারধরের ও অভিযোগ পাওয়া গেছে। বতর্মানে তারা মা ও ছেলে দুই জন ই পলাতক রয়েছে।
Write to