সত্যবার্তা ডেস্ক :
নাটোরে পুলিশের বাধার মুখে ছাত্রদলের বিক্ষোভ মিছিল পন্ড হয়ে গেছে । সোমবার সকালে শহরের আলাইপুরে দলের অস্থায়ী কার্যালয় থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্ট করলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় নেতাকর্মিরা শ্লোগান দিতে থাকে। পরে পুলিশ ব্যানার কেড়ে নিয়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। পরে ছাত্র দলের নেতা কর্মীরা শহরের আলাইপুরে দলের অস্থায়ী কার্যালের দিকে চলে যায় এবং রাস্তা ফাকা হয়ে যায় ।