আজ- শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরে পুলিশ মেমোরিয়াল ডে-২০২২ উদযাপন।

নিজস্ব প্রতিবেদক    


 

 

নাটোর পুলিশ লাইনস্ চত্ত্বরে পুলিশ মেমোরিয়াল ডে- ২০২২ উপলক্ষে জেলা পুলিশ নাটোরের আয়োজনে পুলিশের কর্তব্যরত অবস্থায় ও করোনা কালীন মহামারীর মধ্যে মৃত্যু বরণকারী পুলিশ সদস্যবৃন্দের প্রতিকৃতীতে শ্রদ্ধা নিবেদন। পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে আলোচনা সভা এবং মৃত্যু বরণকারী পুলিশ সদস্যদের পরিবারের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে- নাটোর সদর ও নলডাঙ্গা আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল বলেন, আজকে অত্যন্ত চমৎকার একটি দিন ২০১৬ সালে আজকের এই দিনে পুলিশ মেমোরিয়াল ডে চালু হয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পরে আমার জন্ম ইতিহাস ও বিভিন্ন বই পড়ে জেনেছি। মহান মুক্তিযুদ্ধের সময় এই মার্চ মাসের ৭ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন আমি যদি হুকুম দেবার নাও পারি তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো শত্রুর মোকাবেলা করতে হবে। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর ভাষণের পরে পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়েছিল। সর্বপ্রথম রাজারবাগ পুলিশ লাইন থেকে আমাদের প্রিয় দেশ প্রেমিক পুলিশ বাহিনী প্রতিরোধ গড়ে তুলেছিলেন। আমি একটি কথা বিভিন্ন অনুষ্ঠানে বলে থাকি, অনেক সময় বলা হয়ে থাকে দেশ প্রেমিক সেনাবাহিনী কিন্তু আমি বলে থাকি দেশ প্রেমিক পুলিশ বাহিনী কেও বলতে হবে। কে কি মনে করলো আমার দেখার বিষয় না। কারণ পুলিশ বাহিনী করোনা মহামারীর মধ্যে জীবনের মায়া ত্যাগ করে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে মানুষকে সেবা দিয়ে গেছেন। আমাদের ২৪ ঘন্টা নিরাপত্তা দিয়ে থাকেন। পরিশেষে সকল মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব-শামীম আহমেদ, জেলা প্রশাসক, নাটোর। জনাব- মোঃ শরীফ উদ্দিন, পুলিশ সুপার, পিবিআই, নাটোর। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জনাব- লিটন কুমার সাহা, পুলিশ সুপার, নাটোর। এসময় আরো উপস্থিত ছিলেন- জনাব- মোঃ জুবায়ের, এডিশনাল এসপি, নাটোর। RAB এর সিপিপি নাটোরের কোম্পানি কমান্ডার জনাব- ফরহাদ হোসেন। জনাব- বিকর্ণ কুমার, টি,আই, ট্রাফিক অফিস, নাটোর। নাটোর জেলার ৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সকল ইউনিটের পুলিশ সদস্য বৃন্দ।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার