আজ- শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরে পুলিশ সদস্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার।

সত্য বার্তা ডেস্ক:

নাটোরে ইয়াবা ট্যাবলেট বহনের অভিযোগে গ্রেপ্তার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহনুল ইসলাম কে কারাগারে পাঠানো হয়েছে। (শুক্রবার ১২ মে) বিকেলে তাঁকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়।

 

১৬২টি পিস ইয়াবা ট্যাবলেট বহনের অভিযোগে বৃহস্পতিবার রাতে, রাজশাহীর চারঘাট থানার ওই পুলিশ কর্মকর্তাকে আটক করে নাটোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নাটোর শহরের রথবাড়ি এলাকায় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর কার্যালয়ের উপপরিদর্শক তাইজুল ইসলাম তাঁকে আটক করে দেহ তল্লাশি করেন। এ সময় তাঁর কাছ থেকে ১৬২টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি চারঘাট থানার এএসআই। তাঁর বাড়ি নাটোরের সিংড়া উপজেলায়।

 

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলার পর তাঁকে থানায় হস্তান্তর করা হয়।

 

চারঘাট থানার পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, শাহনুল ইসলাম চারঘাট থানার এএসআই। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, গ্রেপ্তার এএসআই শাহানুল ইসলামকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার