আজ- রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরে পৃথক দূর্ঘটনায় দুই জন নিহত!

সত্যবার্তা ডেস্ক:

নাটোরে পৃথক ঘটনায় ট্রাক চালক ও পথচারি নিহত হয়। বুধবার দুর্ঘটনা দুটি ঘটেছে গুরুদাপুরের হাজির হাট ও বড়াইগ্রামের রেজুর মোড় এলাকায়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, বুধবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় অজ্ঞাত এক যানবাহনের ধাক্কায় রসিলা বেগম নামে এক নারী নিহত হন। নিহত রসিলা একজন মানসিক রোগী। অপরদিকে বুধবার দুপুরে নাটোর থেকে সিরাজগঞ্জগামী একটি ট্রাক একই মহাসড়কের গুরুদাসপুর উপজেলার হাজীর হাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক মুঞ্জুরুল আলম নিহত হন। এ ঘটনায় চালকের সহকারীও গুরুতর আহত হয়। পৃথক এ ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার