আজ- রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরে প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত!

পৌর প্রতিনিধি:
মোঃ সোহান সরকার:
২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নাটোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দশটি বিশেষ উদ্যোগ নিয়ে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল দশটায় নাটোর সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার। নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফরোজা খাতুন কর্মশালায় সভাপতিত্ব করেন। কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম রমজান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করে বলা হয়, এমডিজি অর্জন,সূবর্ণজয়ন্তির পথ পরিক্রমা পেরিয়ে আমরা এখন সমৃদ্ধির পথে দ্রুত ধাবমান। ২০৩০ সালে এসডিজি বাস্তবায়ন করে ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দশটি বিশেষ উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করছে। কাংখিত অগ্রযাত্রায় দশটি উদ্যোগের চ্যালেঞ্জ মোকাবেলা এবং স্থাানীয় উন্নয়নের সম্ভাবনা কাজে লাগাতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কর্মশালায় সরকারি ও বেসরকারি দপ্তরের নির্বাহী, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতা, রোভার স্কাউটসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ কর্মশালায় অংশগ্রহন করেন। কর্মশালার দ্বিতীয় অধিবেশনে দলগত কার্যক্রম শেষে দশটি উদ্যোগের সুপারিশমালা উপস্থাাপন করা হয়।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর