মোঃ রেজাউল করিম
স্টাফ রিপোর্টারঃ
নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীর পানি শূন্যতায় সুবিধা বঞ্চিত হচ্ছেন বাশঁবাড়িয়ার হালকা সেচ প্রকল্পের আওতার কৃষকরা। এতে সময়মতো সেচ দিতে না পারায় ৩০০ বিঘা জমির ফসলের উৎপাদন নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। সেচ বন্ধ থাকার জন্য কৃষকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। শিগগিরই সমস্যার সমাধান করে সেচ চালুর দাবি জানিয়েছেন তারা।
এদিকে কৃষকদের পানির সমস্যা সমাধানের লক্ষে রোজ মঙ্গলবার সকলে এক মুক্ত আলোচনার আয়োজন করা হয়।
আলোচনায় বাগাতিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ডা: ভবসিন্ধু রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: আব্দুল ওয়াদুদ,উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মো: রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড নাটোর,মো: সিদ্দিকুর রহমান (জিএম) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি -১, মোঃ সাজ্জাদ হোসেন নির্বাহী প্রকৌশলী বিএডিসি নাটোর, মোঃ মনজুর রহমান এজিএম বাগাতিপাড়া সাব জোনাল পল্লী বিদ্যুৎ অফিস নাটোর -১,মোসা: সাবরিন আক্তার ।