আজ- বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরে বন্ধুর হাসুয়ার কোপে শাওন নামের এক যুবক নিহত হয়েছেন

সত্যবার্তা ডেস্ক:

নাটোর পৌরসভার ৫ নং ওয়ার্ড এর মল্লিহাটি এলাকার বাসিন্দা দিনমজুর শাওন (২৭) পিতা- মোঃ দেলোয়ার হোসেন ওরফে দেলু, তার বন্ধু আলিফ (২৬) পিতা- মোঃ বাবু মিয়া, তারা একই মহল্লার বাসিন্দা। আলিফ এর কাছ থেকে শাওন কিছু টাকা ধার নেন কিন্তু আর্থিক সমস্যার কারণে টাকা দিতে বিলম্ব করে শাওন, এই বিষয়’কে কেন্দ্র করে সকাল আনুমানিক ১১ টায় ঘাস কেটে মল্লিহাটি মোড়ে মিঠুর দোকানে নাস্তা করার উদ্দেশ্যে শাওন আসে। এর পর আলিফও ওই দোকানে ঢুকে বলে আমার টাকা দে তখন দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, এক পর্যায়ে টেবিলের উপর রাখা শাওনের হাসুয়া দিয়ে আলিফ এলোপাথাড়ি শাওন’কে কোপাতে থাকে। শাওনের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে আলিফ ঘটনাস্থল ত্যাগ করে এবং এলাকাবাসী শাওন কে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠাই। অবস্থার অবনতি হলে নাটোর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। অতিরিক্ত রক্তক্ষরণে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাওন মারা যায়।

খবর পেয়ে নাটোরের নবাগত পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সহকারী পুলিশ সুপার মোঃ মহসিন এর নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম আলিফ’কে ধরতে তার বাড়ী সহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর