সত্য বার্তা ডেস্ক:
আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করার জোর দাবী জানিয়েছেন বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেন, প্রথম স্বাধীনতার জন্য যদি জামায়াত কে নিষিদ্ধ করা হয়ে থাকে, তাহলে দ্বিতীয় স্বাধীনতার জন্য আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করা হোক।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসষ্ট্যান্ডে, নাটোর জেলা বিএনপির আয়োজনে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা রুহুল কুদুস তালুকদার দুলু আরও বলেন, গত সাড়ে ১৫ বছর নাটোরের মানুষ কথা বলতে পারেনি। নাটোরের সন্ত্রাসী আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। শেখ হাসিনা আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেল। ভোটারবিহীন সন্ত্রাসীদের হাসিনা এমপি বানিয়ে ছিল, তাদের কেও বিপদে রেখে গেছেন। এসব এমপিরা জনগণের টাকা আত্মসাৎ করে বিশাল অট্রোলিকা বানিয়েছেন। বিদেশে বাড়ি করেছে, তারা আজ দেশ থেকে পালিয়েছে।
দুলু বলেন, ১৫ বছর ধরে আমার ব্যাংক একাউন্ট বন্ধ করে রেখেছে আওয়ামী লীগ সরকার। আমি টাকা তুলতে পারি না, খরচ করতে পারি না। আমার নাটোরের মানুষ আমাকে ভালোবেসে চাল পাঠায়, মাছ পাঠায়, সবজি পাঠায় তা দিয়ে আমার দিন চলে যায়। আমি শেষ করতে পারি না। আর তারা সাধারণ মানুষের কাছ থেকে লুট করা টাকা, চাকরি দেওয়ার নামে মেথরের টাকা, শিক্ষক নিয়োগের টাকা, জমির টাকা, চাঁদা তুলে টাকা নিয়ে বিদেশে বাড়ি কিনে। আমি বাবার জমিতে এমপি থাকা সময় সামান্য তিন তলার একটি বাড়ি বানিয়েছি।
দুলু আরও বলেন, যতদিন পর্যন্ত দেশের স্বাভাবিক অবস্থা না ফিরবে আপনারা নেতাকর্মী মাঠে থাকবেন। নাটোরের কোনো মানুষের ওপর যেন নির্যাতন, অন্যায়, তাদের বাড়িঘর লুটপাট না হয় সেজন্য সজাগ থাকবেন। আমার নেতাকর্মীরা আপনারা সংখ্যালঘু ভাইদের যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য তাদের পাশে থাকবেন।