আজ- মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরে বিএনপি অফিসের সামনে আ’লীগের শান্তি সমাবেশ :উত্তেজনা চরমে ।

সত্যবার্তা ডেস্ক

নাটোরে জেলা বিএনপির কার্যালয় ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাড়ির সামনে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। শনিবার দুপুরে আয়োজিত আওয়ামীলীগের এই শান্তি সমাবেশ থেকে বিএনপিকে নাটোরের মাটিতে আর কোন সভা সমাবেশ করতে না দেয়ার ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান।

 

 

এর আগে একই স্থানে সকালে জেলা বিএনপির সমাবেশে পুলিশী বাধার মধ্যেই ছাত্রলীগের নেতাকর্মীদের ইটপাটকেল নিক্ষেপের সময় প্রধান অতিথির বক্তব্য ছাড়াই শেষ হয় বিএনপির সমাবেশ।

 

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে শান্তি মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের সামনে আসেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এখানে তারা মহাসড়ক বন্ধ করে শান্তি সমাবেশ করেন। বিএনপি কার্যালয়ের সামনে রাখা সুসজ্জিত ট্রাকের অস্থায়ী মঞ্চের এই সমাবেশে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পিপি সিরাজুল ইসলাম সভাপতিত্বে অন্যান্যের বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সংরক্ষিত নারী আসনের এমপি রত্না আহমেদ, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক শেখ ও সৈয়দ মোর্তজা আলী বাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিন , জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক বিউটি আহমেদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি দেশ জুড়ে সন্ত্রাস করছে।

 

 

বিএনপিকে আর কখনো নাটোরের মাটিতে কোন সভা সমাবেশ করতে দেয়া হবে না। বিএনপি জামায়াত যেন আর কোন দিন আগুন সন্ত্রাস করতে না পারে সেজন্য জেলা বিএনপির কার্যালয় এলাকাসহ নাটোর জেলাকে সন্ত্রাস মুক্ত এলাকা ঘোষণা দেয়া হয় আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে।

 

উল্লেখ্য,একই দিন একই সময়ে বিএনপি ও আওয়ামীলীগ পাল্টাপাল্টি সমাবেশের ঘোষনা দিলে উত্তেজনা দেখা দেয়। বিএনপি অফিসের সামনে আওয়ামীলীগ প্রথমবারের মত সমাবেশ করে। বিক্ষিপ্ত দুএকটি ঘটনা ছাড়া শান্তিপুর্নভাবে শেষ হয় দু’দলের সমাবেশ ।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর