
সত্যবার্তা ডেস্ক :
নাটোর, ১৬ আগস্ট- নাটোরে আলোচিত রাকিব রায়হান হত্যা মামলাসহ ৪টি মামলায় বিএনপি নেতা দেওয়ান শাহীন আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। আজ দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শরীফ উদ্দিন এই নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, নাটোরের আলোচিত রাকিব ও রায়হান হত্যা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম ও মিছিলে হামলা গুলি এবং আওয়ামীলীগ নেতা মোর্ত্তজা আলী বাবলুসহ নেতাকর্মিদের ওপর হামলা ও পলাশ হত্যা সহ ৪টি মামলায় আত্মসমর্পন করে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে দেওয়ান শাহীন জামিন আবেদন করেন। আদালতের বিচারক মামলার জামিন শুনানী শেষে আসামীকে জেল হাজতে পাঠানোর আদেশ প্রদান করেন। দেওয়ান শাহীন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ঘনিষ্ঠ সহচর ও জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং বর্তমান আহবায়ক কমিটির সদস্য।