আজ- শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরে ভলিবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত

সত্যবার্তা ডেস্কঃ

নাটোরের বড়াইগ্রামে ভলিবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৫জন আহত হয়েছে। সোমবার দুপুর একটার দিকে উপজেলার কয়েন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

 

বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব জানান, বড়াইগ্রাম উপজেলার পাঁচবাড়িয়া স্কুল মাঠে ভলিবল খেলার আয়োজন করে স্থানীয়রা। খেলা শুরুর আগে দুপুর ১ টার দিকে কয়েন বাজার এলাকার লোকজনের সাথে তুচ্ছ বিষয় নিয়ে ধানাইদহ গ্রামের বাসিন্দাদের কথা কাটাকাটি শুরু হয়।

 

এক পর্যায়ে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র, লাঠিসোটা নিয়ে সংঘের্ষ জড়িয়ে পড়ে। এসময় ইটের আঘাতে উভয়পক্ষের ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর