সত্যবার্তা ডেস্ক:
নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন কুমারখালী ও সিংড়া থানাধীন চকবলরামপুর এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে, ভেজাল গুড় তৈরি ও সংরক্ষণ এবং বিক্রয়ের অপরাধে ০৬ জন অসাধু ব্যবসায়ী কে ২,৬৪,০০০/- হাজার টাকা জরিমানা এবং ১৫,৫০০ কেজি ভেজাল গুড় জব্দ করা হয়।
গতকাল (বুধবার) সকাল সাড়ে ১১ থেকে দুপুর ২ টা পর্যন্ত বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক মোঃ রফিকুল ইসলাম এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (নাটোর) কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় গুরুদাসপুর থানাধীন “মেসার্স ভাই ভাই ট্রেডার্স” গুড় কারখানার মালিক ১| আব্দুল হান্নান শেখ কে ১,৫০,০০০/- হাজার টাকা জরিমানা, সিংড়া থানাধীন “সোহেল গুড় ভান্ডার” গুড় কারখানার মালিক ২| মোঃ সোহেল রানা কে ২০,০০০/- হাজার টাকা জরিমানা, “নুরুজ্জামান গুড় ভান্ডার” গুড় কারখানার মালিক ৩| মোঃ নুরুজ্জামান ইসলাম কে ৩৫,০০/- হাজার টাকা জরিমানা, “আজহারুল গুড় ভান্ডার” গুড় কারখানার মালিক ৪| মোঃ আজহারুল ইসলাম কে ২৫,০০০/-। হাজার টাকা জরিমানা, “তফিকুল গুড় ভান্ডার” গুড় কারখানার মালিক ৫| মোঃ তৌফিকুল ইসলাম কে ১৫,০০০/- হাজার টাকা জরিমানা, এবং “শাহিন গুড় ভান্ডার” গুড় কারখানার মালিক ৬| মোঃ শাহাদাৎ হোসেন শাহিন কে ১৯,০০০/- হাজার টাকা জরিমানা করা হয়।