সত্যবার্তা ডেস্ক:
নাটোরে দুস্থ, অসহায় মানুষের সেবায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের চেক বিতরণ করেছেন নাটোর সদর-নলডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রানালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য জনাব শফিকুল ইসলাম শিমুল এমপি। শনিবার বেলা সাড়ে ১১ টার সময় নাটোর শহরের কান্দিভিটুয়ায় এমপি শিমুলের নিজ বাসভবনে দুস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের সু-চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার ত্রাণ তহবিলের নয় লাখ(০৯) সত্তর(৭০) হাজার টাকার চেক মোট বিশ (২০)জনের মাঝে বিতরণ করেন এমপি শিমুল। এ সময় নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। জানাগেছে স্থানীয় সংসদ সদস্যের কাছে তার নির্বাচনী এলাকার নাটোর সদর-নলডাঙ্গা উপজেলার অসহায় সাধারণ মানুষ যারা অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছিলেন না। তারা এমপি মহোদয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর উন্নত চিকিৎসা করানোর জন্য আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেছিলেন। স্থানীয় সংসদ সদস্য আবেদন গুলো গ্রহন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে জমা দিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের আর্থিক চেক পেয়ে অসহায় সাধারণ মানুষ গুলোর চোখে-মুখে ছিলো এক প্রকার অন্য রকম প্রাপ্তীর ছাঁয়া। যে ছাঁয়া বলে দিচ্ছিলো জয় বাংলা,জয় বঙ্গবন্ধু এবং দীর্ঘ হও প্রধানমন্ত্রী। এসময় এমপি শিমুল তার বক্তব্যে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক নেতৃৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং তার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।