সত্যবার্তা ডেস্ক :
নাটোরে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা২০২২ এর শুভ উদ্বোধন।
নাটোরে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা২০২২ এর শুভ উদ্বোধন। আজ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস মেলা- ২০২২ উদযাপন ও মুক্তির উৎসব এবং সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নাটোর জেলা প্রশাসনের আয়োজনে কানাইখালী মাঠে ৭ দিন ব্যাপী মুক্তির উৎস ও সুবর্ণজয়ন্তী মেলা- ২০২২ এর শুভ উদ্বোধন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন- নাটোর ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস ও সভাপতি নাটোর জেলা আওয়ামী। নাটোর ও নঁওগা সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ। নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ মহাদোয়,নাটোর পুলিশ সুপার লিটন মহাদোয় কুমার সাহা ,নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান।
নাটোর জেলা পরিষদ এর চেয়ারম্যান সাজেদুর রহমান খান। নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।