সত্যবার্তা ডেস্ক:
নাটোর জেলার সদর থানাধীন গোয়ালদিঘী কৃষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে ০১ টি চোরাই মোটরসাইকেল সহ সংঘবদ্ধ চোর চক্রের ০২ জন সক্রিয় সদস্য কে গ্রেফতার করেছে র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্প।
অদ্য ২৭ আগস্ট ২০২২ ইং তারিখ ২২:৩০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর সদর থানাধীন গোয়ালদিঘী কৃষ্ণপুর গ্রামস্থ এলাকায় কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে একটি নীল রঙের Pulsur NS 160 CC মোটরসাইকেল সহ সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য আসামী ১| মোঃ সোহেল রানা (৩০) পিতা- মোঃ জামাল হোসেন, ২| মোঃ সবুজ প্রামানিক (২২) পিতা- মোঃ সাইফুল ইসলাম, উভয়ের সাং- গোয়ালদিঘী কৃষ্ণপুর, থানা ও জেলা নাটোর’কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে বিভিন্ন জেলা হতে মোটরসাইকেল চুরি করে মোটরসাইকেল এর আকার আকৃতি পরিবর্তন করত এবং বিভিন্ন জেলায় তা বিক্রয় করে আসছে।