সত্যবার্তা ডেস্কঃ
২১ শে আগস্ট বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেট হামলায় আইভি রহমান সহ নিহতদের স্মরণে সকাল ৯ টায় সময় নাটোর জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় জাতীয় দলীয় পতাকা উত্তোলন পুষ্পমাল্যর অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
নাটোর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, নাটোর ও নওগাঁ সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রত্না আহমেদ এমপি, আরও বক্তব্য রাখেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ,
আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য অধ্যাপক শামসুল আলমসহ জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে ২১ শে আগষ্ট এ নিহতদের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ।