আজ- বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরে র‌্যাবের অভিযানে ধান ও চাল অবৈধ ভাবে মজুদ কারীর জরিমানা !

সত্যবার্তা ডেস্ক :

 

নাটোর ক্যাম্প ,র‌্যাব ৫,রাজশাহীর একটি অপারেশন দল ০২ জুন ২০২২ ইং দুপুর ১২.০০ হতে ঘটিকা হআতে বিকলি তিনটা পর্যন্ত  বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশে চলমান অবৈধ ভাবে ধান চাল মজুদ করে কৃত্রিম সংকট এর বিরুদ্ধে  নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন চাচকৈড় বাজারে কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ,কোম্পানী উপ অধিনায়ক সহ পুলিশ সুপার মোঃ রফিকুল আসলাম এবং জনাব মোঃ মেহেদী হাসান তানভীর , সহকারী পরিচালক ,

ভোক্তা অধিকার  সংরক্ষন অধিদ্পতর ,নাটোর জেলা কার্য়ালয় এর সহিত যৌথ অভিযান পরিচালনাকরে অবৈধ ভাবে ধান ও চাল মজুদের দায়ে মের্সাস আল আমিন অটো রাইস মিলের মালিককে ৫০০০০/= টাকা জরিমানা এবং ওজনে কারচুপির দায়ে মের্সাস বিলাস এন্টারপ্রাইজ এর মালিককে ৫০০০০/= টাকা মরিমানা করা হয় ।

উক্ত অভিযানে অবৈধ ভাবে ধান ও চালও ওজনে কারচুপির দায়ে অভিযুক্ত ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এ ৪৫ও৪৬ ধারায় ১০০০০০/= টাকা জরিমানা করেন ও অবৈধ মজুদকৃত মোট১১৬৯ মেট্রিকটন ধান আগামী ৭ দিনের মধ্যে বিক্রিয়ের নির্দেশ প্রদান করেন ভোক্তা অধিকার  সংরক্ষন অধিদ্পতর নাটোরের প্রতিনিধি ।

 

 

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর