
সত্যবার্তা ডেস্ক :

নাটোরে র্যাবের অভিযানে ইজিবাইক চোর চক্রের তিন সদস্য কে আটক করেছে র্যাব । সিপিসি ২ নাটোর ক্যাম্প, র্যাব -৫ রাজশাহীর অপারেশন দল ও গত ০৪ ই জানুয়ারি ২০২৩ আনুমানিক ৯ ঘটিকায় অভিযোগকারী মোঃ ইনসান মোল্লা(৫২) এর অভিযোগের ভিত্তিতে নাটোর জেলার সদর থানা এলাকায় কোম্পানি অধিনায়ক ,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ হোসেন এবং কোম্পানি উপাধিনায়ক মো এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে চোর চক্রের এর মূলহোতা আসামি ১ নং আশরাফ আলী (৩২) মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ আল-আমিন( ২২ )পিতা মৃত আঃরহিম, সাং কোলা (কোলা কান্তিনগর প্রাইমারি স্কুলের পাশে থানা গুরদাসপুর ৩ মোহাম্মদ রুহুল আমিন (৩০) পিতা আব্দুস সাত্তার,সাং অর্জুনপুর ,থানা জেলা নাটোর সদর, সর্ব জেলা নাটোর কে গ্রেফতার করা হয়। আসামীদের হেফাজত হতে চোরাই ইজিবাইক ১টি , তিনটি মোবাইলও সিম কার্ডসহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, গত ৩রা জানুয়ারি ২০২৩ তারিখ সকাল আনুমানিক 8 ঘটিকায় জনৈক মোঃ ইনসান মোল্লা (৫২) পিতা -ইয়াছিন মোল্লা, সাং- ধুলিয়াডাঙ্গা,থানা – সিংড়া জেলা নাটোর এর ছেলে আমিনুল ইসলাম শিহাব (১৯) ভাড়ার উদ্দেশ্যে সিংড়া থানাধীন ডাংগা বাজারের উদ্দেশ্যে রওনা হয় চোর চক্রের কতিপয় সদস্য উক্ত ইজিবাইকটি ধুলিয়াডাঙ্গা বাজার হতে বড়াইগ্রাম থানা দিন বাজারে যাওয়ার উদ্দেশ্যে ভাড়া করে এবং পথিমধ্যে চালক শিহাবকে কৌশলের চেতনা নাশক ঔষধ মিশ্রিত করে জুস পান করে অজ্ঞান করে এর পাশে চালককে ফেলে দিয়ে বাইকটি চুরি করে নিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা যায় যে, তারা প্রত্যেককে ইজিবাইক চক্রের সক্রিয় সদস্য এবং পরস্পর সহকর্মী ,পরিকল্পনাকারী দীর্ঘদিন যাবত সুকৌশলী বহু চুরি করে আকার আকৃতি পরিবর্তন করে করে আসছে বলে স্বাক্ষীদের সম্মুখে স্বীকার করে।
উপরোক্ত ঘটনায় ভুক্তভোগী মোঃ ইনসান মোল্লা (৫২)বাদী হয়ে নাটোর সদর থানায় মামলা অজু করেন।