আজ- রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরে র‍্যাবের অভিযানে ৯ কেজি গাঁজাসহ আটক-০৪।

সত্য বার্তা ডেস্ক :

নাটোরে র‍্যাবের একটি মাদক বিরোধী অভিযানে ৯ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‍্যাব-৫,সিপিসি-২, নাটোর ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের ভাটপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ১| মোঃ আনোয়ার হোসেন জোয়াদ্দার (৪৫), পিতা- মৃত ছায়েদ জোয়াদ্দার, সাং- ছাতনী ভাটপাড়া, থানা ও জেলা নাটোর, ২| মোঃ মুন্না মিয়া (১৭), পিতা- হক সাহেব, সাং- ময়েনপুর, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর, ৩| মোছাঃ আরজিনা বেগম (৩৫), স্বামী- আনোয়ার হোসেন, সাং- ছাতনী ভাটপাড়া, থানা ও জেলা নাটোর, ৪| মোছাঃ মহুবা বেগম (৫০), স্বামী- মোঃ আঃ হাই, সাং- বাবুপাড়া, থানা- ফুলবাড়ী, জেলা- দিনাজপুর কে গ্রেফতার করা হয়।

 

র‍্যাব ও মামলা সূত্রে জানা যায়, মাদক কারবারী চক্রের মূলহোতা মোঃ আনোয়ার হোসেন জোয়াদ্দার ও তাঁর স্ত্রী মোছাঃ আরজিনা বেগম কে সঙ্গে নিয়ে। রংপুরের মিঠাপুকুরের মোঃ মুন্না ও দিনাজপুরের মোছাঃ মহুবা কে নিয়ে সীমান্তবর্তী এলাকা থেকে বড় লট আকারে গাঁজা সংগ্রহ করে। পরে নিজেদের মধ্যে ছোট ছোট লটে ভাগ করে নেয়। এরপর তাঁরা যাত্রী বেশে কয়েকটি ভাগে হয়ে কাপরের ব্যাগের মধ্যে করে প্রথমে ট্রেন ও পরে সিএনজি করে গাঁজা পরিবহন করে থাকে।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর