সত্যবার্তা ডেস্ক :
নাটোর ক্যাম্প ,র্যাব ৫,রাজশাহীর একটি অপারেশন দল ২৯সম ২০২২ ইং তারিখ ১৮.৩০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন বনপাড়া বাইপাস মোড়ে চেক পোষ্ট কোম্পানী উপ-অধিনায়কসহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১) হেরোইন ৩১০ গ্রাম ২)মোবাইল তিনটি ৩)সিমকার্ড চয়পট সহ আসামী ১) মোঃ জাকির হোসেন (৩৫) ,পিতা -লোকমান আলী মাতা – খালেদা বেগম ,স্থায়ী ঠিকানা সাং রাণীনগর ,থানাওজেলা চাপাই কে হাতে নাতে গ্রেফতার করে ।
প্রাথমিক জিঙ্গাসাবাদে যানা যায় যে,সে জব্দকৃত আলামত হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার এবং আরো ওস্বীকার করে যে পূর্বেও দেশের বিভিন্ন স্থানে হেরোইন ক্রয় -বিক্রয় করেছে ।গ্রেফতারকৃত ব্যক্তিএকজন পেশাদার মাদক ব্যবসায়ী ।