সত্যবার্তা ডেস্ক :
নাটোরে র্যাব -৫ এর অভিযানে চোলাই মদ সেবন ,সংরক্ষণ ও বিক্রয়কারী সহ ৫ জনকে আটক আটক করা হয়েছে । আজ ৩০ মে সোমবার বিকাল ৩ ঘটিকার দিকে গোয়েন্দা তথ্যরে ভিত্তিতে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলাধীন নারায়নগ্রামস্থ ও গোপালপুর ভূইয়াপুর গ্রামাস্থ এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদসহ তাদের আটক করে র্যাব। র্যাব জানায়, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সোমবার থেকে বিকাল ৩টা থেকে ৪.৩০টা পর্যন্ত নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলাধীন নারায়নগ্রামস্থ ও গোপালপুর ভূইয়াপুর গ্রামাস্থ এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদসহ তাদের আটক করে র্যাব। কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ হোসেন এবং কোম্পানি উপ-অধিনায়ক মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় চোলাইমদ,তৈরী,সংরক্ষণ,ওবিক্রয়করার অপরাধে চোলাইমদ ৩২০০লিটারসহ আসামী ১। মোঃ রফিকুল ইসলাম (৪০)২।শফিকুল ইসলাম (৩৭) ৩। উভয়ের পিতা মৃত নিজাম উদ্দিন ,সাং নারায়ণপুর ,৩। মোঃ তাহের প্রামানিক (৬৯) ,পিতা মৃত খোরশেদ প্রামানিক ,৪। সুনিল বিশ্বাস ,(৬২)পিতা মৃত যতিন উভয়ের সাং গোপালপুর ,৫। মোঃ রান্টু (৩৭) পিতপা নুর হোসেন কে হাতেনাতে আটক করা হয়।আটককৃত আসামিরা উপস্থিত সাক্ষী ও স্থানীয়দের উপস্থিতিতে চোলাই মদ তৈরি সংরক্ষণসহ বহিরাগত মাদকসেবীদের নিকট নিয়মিত মাদক কেনাবেচা করার কথা জনসম্মুখে স্বীকার করে। র্যাব আরো জানায়, আটককৃত ব্যক্তিদের নামে ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, জব্দকৃত চোলাই মদ পচনশীল, দুর্গন্ধযুক্ত ও বহনের অযোগ্য হওয়ায় ঘটনাস্থলেই তা ধ্বংস করা হয়েছে।