সত্যবার্তা ডেস্ক :
নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের সেনভাগ লক্ষীকোল গ্রামে রবিবার রাতের আধারে গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী মোঃ নজরুল ইসলাম (৬৫) পিতা মৃত চাঁদ মিয়া মন্ডল নলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন। ভূক্তভোগী মোঃ নজরুল ইসলাম বলেন, আমি আমার নিজেস্ব জমিতে নানান জাতের ফলজ গাছ রোপণ করি।
রবিবার রাতের আধারে আমার জমিতে কে বা কাহারা প্রবেশ করে অর্ধশতাধিক কলাগাছ,২৫টি সুপারি গাছ ১৩টি আম গাছ শতাধিক গাছ কেটে ফেলে।সোমবার দুপুরে নলডাঙ্গা থানায় অভিযোগ দিয়েছি। স্থানীয় ইউপি সদস্য মোঃ আমিরুল ইসলাম (৪০) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী পরিবার উক্ত ঘটনা আমাকে জানালে আমি সরজমিনে গিয়ে পরিদর্শন করেছি এবং তাদেরকে আইনের আশ্রয় নিতে বলি । নলডাঙ্গা থানার ওসি জনাব শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি।তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।