আজ- শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরে শহীদ মিনারে বোমাসদৃশ বস্তু উদ্ধার।

পৌর প্রতিনিধি:

মোঃসোহান সরকারঃ

নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে হয়বতপুর শহীদ মিনারের সামনে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের জানিয়েছেন, র‌্যাব-৫ এর একটি বোম্ব ডিসপোজাল টিম বোমাসদৃশ বস্তুটিকে নিষ্ক্রিয় করছে। লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান কালু জানান, গতকাল শনিবার রাত ১২টার দিকে বাজারের পাহারাদার শহীদ মিনারে বোমাসদৃশ বস্তুটির পাশে আলো জ্বলতে দেখেন। তার সন্দেহ হলে বিষয়টি তিনি হাইওয়ে পুলিশকে জানান। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাল রঙের বোমাসদৃশ বস্তুর গায়ে একটি কাগজে লেখা দেখতে পান, ‘আমি একা মরব না এই এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে মরব।’ পরে বিষয়টি ইউপি চেয়ারম্যান এবং স্থানীয় মেম্বারদের জানানো হলে তারা ঘটনাস্থলে আসেন এবং পুলিশকে জানান। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের জানান, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে আসে এবং ঘটনাস্থল ঘিরে রাখে। র‌্যাব-৫ এর একটি টিম বোমাসদৃশ বস্তুটিকে উদ্ধার করে নিষ্ক্রিয় করে। ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালু এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা অভিযোগ করে বলেন, আগামী ২৫ জুন আমাদের দেশের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হবে মূলত এটা কেই বাধাগ্রস্ত করতেই বিএনপি জামাত উদ্দেশ্য প্রণোদিতভাবে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এই ধরনের ঘটনা ঘটিয়েছে।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর