সত্যবার্তা ডেস্ক :
নাটোরে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার সময় সদর উপজেলা পরিষদ হলরুমে নাটোর সদর ও নলডাঙ্গা দুই উপজেলার ৮১ জনের মধ্যে ৪ লাখ ৭৪ হাজার টাকার চেক বিতরন করেন নাটোর-২( সদর -নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা খাতুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর থানার অফিসার নাসিম আহমেদ, সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শেখ কামরুল নাহার কাজল ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি,সাবেক জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক দিলিপ কুমার দাস, উপ-দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম স্বপ্নিল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, সাবেক কাউন্সিলর মোস্তারুল ইসলাম আলম, সাবেক জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম, সদর উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মেহেদুল ইসলাম,সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর খৈয়ম, সদর উপজেলা সমাজ সেবা অফিসার তানভীর আহমেদ বুলবুল প্রমুখ। সঞ্চালনা করেন সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার রনি খাতুন। এর পরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ২৫ জন ছাত্রীদের মাঝে বাই-সাইকেল বিতরণ এবং ১০৯ জন বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এসময় সদর উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে গো-খাদ্য বিতরন ও জেলেদের মাঝে ২০ টি ভ্যান দেওয়া হয়।