আজ- শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত!

সত্যবার্তা ডেস্ক:

নাটোর বগুড়া মহা সড়কের দিঘাপতিয়া ইউনিয়নের কাইশাবাড়ি এলাকায় বৃহস্পতিবার ১৬ই মার্চ সকাল আনুমানিক সাড়ে ৭ টার সময় মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৬ টার সময় পাবনা থেকে রংপুরের উদ্দেশ্য ছেড়ে আসা M-SIDOR পরিবহন কাইশাবাড়ি নামক এলাকায় পৌঁছালে পার্শ্ববর্তী রাস্তা থেকে মোটরসাইকেল আরোহী মহা সড়কে উঠতে গেলে বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন।

নিহত মোটরসাইকেল আরোহী নাটোর পৌরসভার ২নং ওয়ার্ডের মৃত সোলেমান মাস্টার এর ছেলে নজরুল হাজী। তিনি সকালে দুধ আনার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে হাগুড়িয়া এলাকায় যায় এবং ফেরার পথে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, নাটোর বগুড়া মহা সড়কের 4 লেন এর কাজ শেষ হলেও ব্রিজ গুলো পূর্বে যা ছিল তাই রয়েছে । ব্রিজ গুলো বড় করা হয়নি এবং এই কারণেই প্রায় এই এলাকায় দুর্ঘটনা ঘটছে এবং মানুষের মৃত্যু ঘটছে। তাই এলাকাবাসীর দাবি যেন দ্রুত এই ব্রিজ গুলো সংস্কার বা ভেঙে নতুন করে ব্রিজ করা হয়। তাহলে হয়তো বা দুর্ঘটনা অনেক অংশই কমে যাবে, আর কোন মায়ের কোল এভাবে খালি হবে না।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার