সিংড়া (নাটোর) সংবাদদাতাঃ
আলিফ বিন রেজা
নাটোরের গুরুদাসপুরে এসিল্যান্ড ও ওসির উপস্থিতিতে গুরুদাসপুর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও সমকাল প্রতিনিধি নাজমুল হাসানের ওপর অবৈধ পুকুর খননকারীদের হামলা ও নাজমুল হাসানের বিরুদ্ধে প্রশাসনের ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সিংড়া উপজেলার সকল সাংবাদিকবৃন্দ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গুরুদাসপুরের এসিল্যান্ড-ওসিকে ৭২ ঘন্টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম ও হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সমকালের নাটোর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নবিউর রহমান পিপলু, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি ও কালের কন্ঠ প্রতিনিধি মো. এমরান আলী রানা, উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও যুগান্তর প্রতিনিধি সাইফুল ইসলাম, ইনকিলাব প্রতিনিধি আনোয়ার হোসেন আলীরাজ, নয়া দিগন্ত প্রতিনিধি অধ্যাপক আখতারুজ্জামান, সিংড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি আব্দুর রশিদ, আমার সংবাদ প্রতিনিধি খলিল মাহমুদ, দেশ রুপান্তর প্রতিনিধি আবু জাফর সিদ্দিকী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ কর্মী মহসিন আলম, সিংড়া মডেল প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মাহিদুল ইসলাম মানিক, কোষাধ্যক্ষ লিটন আহমেদ, ফজলে রাব্বী, সাংবাদিক কুরবান আলী, আবু বকর সিদ্দিক, চলনবিল মিডিয়া প্রেস ক্লাবের নির্বাহী সদস্য আলিফ বিন রেজা প্রমুখ। সিংড়া ছাড়াও সকাল ১০টায় গুরুদাসপুরে ও বেলা ১১টায় নাটোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধ পুকুর খননের সংবাদ সংগ্রহে গেলে দুর্বৃত্তরা এসিল্যান্ড-ওসির উপস্থিতিতে সাংবাদিকদের ওপর হামলা করে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। সেই সাথে ৭২ ঘন্টার মধ্যে এসির্যান্ড-ওসিকে প্রত্যাহার না করলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, নাটোরের গুরুদাসপুরে সংবাদ সংগ্রহে গিয়ে দুর্বৃত্তদের হামলায় সমকাল প্রতিনিধি নাজমুল হাসানসহ অন্তত ১১ সাংবাদিক আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর স্লুইস গেট এলাকায় পৌর সদরের চাঁচকৈড় মোল্লাপাড়ার নাছির মোল্লার ছেলে নান্নু মোল্লার নেতৃত্বে এ হামলা হয়। সেখানে স্থানীয় প্রভাবশালী নান্নু মোল্লা লোকজন দিয়ে অন্যের ক্ষেত নষ্ট করে ১৫ বিঘা জমিতে পুকুর খনন করছিলেন। বিষয়টি সাংবাদিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরলে নান্নু মোল্লা হুমকি-ধমকি দেন। একপর্যায়ে নহর মোল্লা, জুয়েল মোল্লা, মো. সুমনসহ ১০-১২ সহযোগী নিয়ে নান্নু হামলা চালান। তারা নাজমুলকে সড়কে ফেলে এলোপাতাড়িভাবে পিটিয়ে জখম করেন। হামলায় সমকাল প্রতিনিধি নাজমুল হাসানের বুকের দুটি হাড় ভেঙে গেছে। পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও কোনো পদক্ষেপ নেননি।