মোঃ রেজাউল করিম
স্টাফ রিপোর্টারঃ
দেশব্যাপী বিএনপি জামায়াতের অগ্নী সন্ত্রাস,নৈরাজ্য, নাশকতামূলক কর্মকান্ডের অপচেষ্টা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়া উন্নয়ন ও শান্তি সমাবেশ করলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাড.আবুল কালাম আজাদ।
তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। শনিবার ( ৪ নভেম্বর)বিকেলে উপজেলা জামনগর ইউনিয়নের দোবিলা বাজারে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উন্নয়ন ও শান্তি সমাবেশে ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,বাগাতিপাড়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক,মুজিবুর রহমান। এসময় উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।