আজ- রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরে সিঁদুর খেলার মাধ্যমে বিসন্ন মনে ভক্তবৃন্দ দেবী মহামায়াকে বিদায় জানাবে!

সত্যবার্তা ডেস্ক :

পূজা-অর্চনা,অঞ্জলী,দর্পন বিসর্জন শেষে সিঁদুর খেলার মধ্য দিয়ে নাটোরে সনাতন ধর্মাবলম্বীদের ৫দিনের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হচ্ছে। আজ শুক্রবার সকালে ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দশমী পূজা সম্পন্ন হয়। এর পর অঞ্জলী, দর্পন বিসর্জন, প্রথা অনুযায়ী হাতে অপরাজিতা বাঁধা ও সিঁদুর খেলার মাধ্যমে বিসন্ন মনে ভক্তবৃন্দ দেবী মহামায়াকে বিদায় জানায়। ভক্তরা জানায় আগামী বছরে আবার আসার আহবান। বিদায়েরঘন্টা বেজেছে তাই মাকে আরও একবার দর্শন করে শান্তির পরশ নিয়ে ঘরে ফিরবে এই আশায় আবালবৃদ্ধবণিতা মন্দির প্রঙ্গনে ভিড় জমায়।
পূজা-অর্চনা ,অঞ্জলী ,দর্পন বিসর্জন শেষে সিঁদুর খেলায় মেতে ওঠে মন্দিরে উপস্থিত সধবা নারীরা। তারা মাকে বিদায় দিয়ে মন খারাপ হলেও এই সিঁদুর খেলার মাধ্যমে সেই বিষন্নতা কাটাতে চায়। তারা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করে যেন তারা শাঁখা-সিঁদুর নিয়ে বেঁচে থাকতে পারে। মায়ের কাছে প্রর্থনা করে যেন প্রতি বছর এমনিভাবে তারা আনন্দের সাথে মাকে বরণ ও বিদায় জানাতে পারে। দশমীবিহিত সকল আচার অনুষ্ঠান শেষে সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। দুর্গতিনাশিনী মাকে বিদায় দিয়ে বিষন্ন মনে ঘরে ফিরবে সবাই। মিলিত হবে আত্মীয় স্বজনের সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য।
Write to Kamal Uddin

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার