
সত্যবার্তা ডেস্ক
আগামী ৩০ জুলাই রোজ শনিবার নাটোর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন- ২০২২ উপলক্ষ্যে রইস-রুবেল পরিষদের নির্বাচনী ইস্তেহার।
সম্মানিত প্রিয় সদস্য এবং মালিক বন্ধুগণ, আসসালামু-আলাইকুম ও আদাব। দীর্ঘদিন যাবত আপনাদের ভালোবাসায় সমৃদ্ধ হয়ে অত্র সমিতির আগামী ত্রি-বার্ষিক নির্বাচনে রহিস-রুবেল পরিষদ আপনাদের দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও মূল্যবান ভোটে স্রষ্টার অসীম কৃপায় জয়লাভ করতে পারলে রেজিস্ট্রার ভুক্ত সম্মানিত সদস্য এবং মালিকদের জন্য নিম্ন বর্ণিত ইস্তেহার বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।
প্রতিশ্রুতি ইস্তেহার সমূহ।
০১| মানুষের জীবন ও মৃত্যু শ্রষ্ঠার হাতে। তবে যদি অত্র সমিতির রেজিস্ট্রার ভুক্ত কোন সদস্য মৃত্যুবরণ করেন তবে তার পরিবারকে নগদ ২০,০০০/- (বিশ হাজার) টাকা প্রদান করবো ইনশাআল্লাহ।
০২| যদি অত্র সমিতির রেজিস্ট্রার ভুক্ত কোন সদস্য তার কন্যার বিবাহের প্রস্তুতি গ্রহণ করেন তবে উক্ত সদস্যকে কন্যার দায় হতে মুক্ত করার সহযোগিতা স্বরূপ লিখিতভাবে আমাদের আহবান করলে তাকে নগদ ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অনুদান প্রদান করবো ইনশাআল্লাহ।
০৩| যদি অত্র সমিতির রেজিস্ট্রার ভুক্ত কোন সদস্য দুর্ঘটনার শিকার হন বা দুরারোগ্য জটিল রোগে আক্রান্ত হন সে বিষয়ে চিকিৎসা পত্রের ফটোকপি সহ আমাদের অবহিত করলে তাকে ৩,০০০/- (তিন হাজার) টাকা নগদ অর্থ অনুদান হিসেবে দেওয়া হবে ইনশাআল্লাহ।
০৪| ইসলাম ধর্মালম্বী বন্ধুদের ঈদুল ফিতর ও ঈদুল আযহা দুটি ঈদেই সন্তোষজনক বোনাস প্রদান করা হবে এবং সনাতন ধর্মাবলম্বী বন্ধুদের শারদীয় দূর্গা উৎসব ও পহেলা বৈশাখে একই হারে বোনাস দেওয়া হবে।
০৫| পহেলা মে মহান মে দিবস উপলক্ষে জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং সাধ্য অনুযায়ী আপ্যায়নের ব্যবস্থা করা হবে।
০৬| প্রত্যেক বছর বার্ষিক সাধারণ সভা আয়োজন করা হবে এবং বার্ষিক সাধারণ সভায় সম্মানিত সকল সদস্যদের উপস্থিতিতে বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হবে।
০৭| থ্রি হুইলার গাড়ি লইয়া প্রশাসনিক যে জটিলতা বিরাজমান সে বিষয়ে ইতিমধ্যে আমরা উত্তরবঙ্গে প্রতিটি জেলার নেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছি। আমাদের রইস-রুবেল পরিষদ আপনাদের প্রত্যক্ষ ভোটে যদি বিজয় লাভ করে তাহলে উত্তরবঙ্গের ২৬ টি জেলার নেতাদের সঙ্গে নিয়ে প্রশাসনের উচ্চ মহলের সাথে আলাপ-আলোচনান্তে বিষয়টি নিষ্পত্তির সর্বোচ্চ চেষ্টা করা হবে।
০৮| পারিবারিক বিবাদ-বিরোধ ব্যতীত যে কোন সদস্যের যে কোন সমস্যার সার্বিক সহযোগিতা প্রদান করা হবে ইনশাআল্লাহ।