সত্যবার্তা ডেস্ক:
নাটোরের লালপুর ধুপল বাজার এলাকায় মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকালে র্যাব একটি অভিযান পরিচালনা করে, জাল-জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র প্রদান এবং লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইজন প্রতারক’কে গ্রেফতার করেছে র্যাব-৫ এর একটি আভিযানিক দল।
ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, বাগাতিপাড়া উপজেলার নন্দীকুজা (চিতলীপাড়া) গ্রামের বাসিন্দা মোঃ আবু বক্কর এর ছেলে মোঃ সোহান আহমেদ (২১) এবং একই গ্রামের মোঃ আলাল শেখ এর ছেলে মোঃ মহাসীন আলী (২২) “চাকুরী প্রত্যাশী” বাংলাদেশ সেনাবাহিনীর মেসওয়েটার ও পাম্প অপারেটর পদে চাকরি দিবে বলে অভিযুক্ত প্রতারক ১| মোঃ রোকন সরকার (৩৭) পিতা- মৃত রমিজ উদ্দিন, সাং- ফুলবাড়ী, থানা- লালপুর, ২| মোঃ আশিক আলী (২১) পিতা- মোঃ ফজলুর রহমান পটল, সাং- ডুমরাই সারদিয়ার, থানা- বাগাতিপাড়া। এরা ১১,৯৪,০০০/- হাজার টাকা হাতিয়ে নেয় এবং উক্ত পদে দুটি ভুয়া নিয়োগ পত্র প্রদান করে। পরবর্তীতে চাকুরী প্রার্থীগণ নিয়োগপত্রে উল্লেখিত যোগদানের তারিখে সংশ্লিষ্ট অফিসে যোগদানের জন্য যোগাযোগ করলে বুঝতে পারে যে উক্ত নিয়োগপত্র সঠিক নয় ও ভূয়া এবং তারা প্রতারণার শিকার হয়েছেন।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন জানান, প্রতারক মোঃ রোকন সরকার সেনাবাহিনীর পদচ্যুত এনসিই হওয়া সত্বেও ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে আসত এবং উক্ত পরিচয় ব্যবহার করে বিভিন্ন পদ যেমন- মেসওয়েটার, পাম্প অপারেটর, সৈনিক, অফিস সহায়ক পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন জেলার চাকরি প্রত্যাশী যুবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত। এবং প্রতারক মোঃ রোকন ও মোঃ আশিক জাল-জালিয়াতের মাধ্যমে ভূয়া নিয়োগপত্র তৈরি করে চাকরী প্রার্থীদের সরলতার সুযোগ নিয়ে দীর্ঘদিন থেকে এমন প্রতারণা করে আসছে।