সত্যবার্তা ডেস্ক :
নাটোরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি তামিমকে আটক করেছে র্যাব। গতকাল দিবাগত রাতে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
নাটোর র্যাব ক্যাম্পের অধিনায়ক মোঃ ফরহাদ হোসেন জানান, গত কয়েক দিন আগে তামিমের সাথে ৮ম শ্রেণীর ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে ডেকে তার দুই সহযোগীসহ তিন জন মিলে মেয়েটিকে ধর্ষণ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
পুলিশ জানায়, মেয়েটিকে উদ্ধার করেছেন তারা। এ ঘটনায় মেয়ের বাবা নাটোর সদর থানায় ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পুলিশ দুইজনকে আটক করেছে।।