নাটোর জেলা প্রতিনিধি:
মোঃ সোহান সরকার:
নাটোরে স্কুল ছাত্রীকে উত্যক্ত করা ও এসিড মারার ভয় দেখানো এবং বাড়িতে গিয়ে হামলার সময় কিশোর গ্যাংয়ের দুইজন সদস্যকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী । এসময় তাদের মাথার চুল কেটে দেওয়া হয়। বৃহস্পতিবার নাটোর সদর উপজেলার ছাতনী রাজিবভাটি গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা যায়। গ্রেফতারকৃত দুইজন আসামী হলেন, নাটোর সদর উপজেলার হাড়িগাছা গ্রামের আব্দুল্লাহর ছেলে জুবায়ের হোসেন এবং গোকুলনগর গ্রামের আকতারুজ্জামানের ছেলে আকাশ।
এলাকাবাসী এবং স্কুল ছাত্রীর পরিবার জানায়, বৃহস্পতিবার সকালে ছাতনী হাইস্কুলের ৯ম শ্রেণির ছাত্রী স্কুলে পড়তে যাওয়ার পথে ছাতনী পানি ফ্যাক্টরীর সামনে ৫/৬ জন কিশোর ওই স্কুল ছাত্রীকে উত্যক্ত করতে থাকে। এক পর্যায়ে তাকে এসিড ছুড়ে মারার ভয় দেখানো হয়। এসময় ওই ছাত্রী প্রাণের ভয়ে দৌড়ে বাড়ি ফেরার পথে ওই কিশোররা তার পিছু ধাওয়া করে। এক পর্যায়ে মেয়েটি বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এ সময় ওই ছেলেরা বাড়িতে ঢুকে দরজায় লাথি মারে। তখন মেয়েটির চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসে এবং ধাওয়া করে দুইজন’কে ধরে ফেলে। কিন্তু অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।