সত্যবার্তা ডেস্ক :
নাটোরের লালপুরের মোহরকয়া গ্রামে স্ত্রী স্মৃতিকে হত্যার দায়ে আব্দুল জব্বারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
আজ মঙ্গলবার দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শরিফ উদ্দিন এই রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৬ই জুলাই পারিবারিক বিরোধের জেরে স্মৃতির সাথে ঝগড়া হয় জব্বারের। ১৭ই জুলাই এলাকাবাসী বাড়ির পাশে একটি পুকুরে স্মৃতির মরদেহ ভাসতে দেখে তার বাবাকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনায় স্মৃতির বাবা তসলিম উদ্দিন বাদী হয়ে ১৮ই জুলাই লালপুর থানায় মামলা করে। মামলার দীর্ঘ শুনানী শেষে আদালত জব্বারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করে।