সত্য বার্তা ডেস্ক:
নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ভাতুরিয়া গ্রামের মোঃ জয়নাল আবেদীন এর ছেলে, স্বর্ণ মানব খ্যাত মোঃ আব্দুল আওয়াল কে (সোমবার ১ মে) বিকেল আনুমানিক ৪ টার সময় তার নিজ বাড়ি থেকে ৬ টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটি আভিযানিক দল।
এই অভিযানের নেতৃত্ব দেওয়া এসআই আশীষ কুমার স্যানাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে একজন ব্যক্তি অস্ত্রশস্ত্র নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়ে তাৎক্ষণিক সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করি। এবং গ্রেফতারকৃত আসামীর নিজ বাড়ি থেকে একটি পাটের বস্তায় ৬ টি দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হই।
নাটোর জেলা গোয়েন্দা শাখার (ওসি) মোঃ আবু সাদাদ বলেন, গ্রেফতারকৃত আসামী মোঃ আব্দুল আওয়াল কে উদ্ধারকৃত ৬ টি দেশীয় অস্ত্র বিষয়ে জানতে চাইলে তিনি কোন প্রকার লাইসেন্স এবং অস্ত্র নিজ হেফাজতে রাখার কোন যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে না পারায়। তাকে দি আর্মস এ্যাক্ট এর ১৮৭৮ (১৯) এর (এফ) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।