সত্যবার্তা ডেস্ক:
নাটোরের লালপুর থানাধীন তিলকপুর এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে, অভিনব কায়দায় লুকিয়ে রাখা স্যান্ডেলের ভিতরে করে হেরোইন পরিবহন এর সময় ২২০ গ্রাম হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল মঙ্গলবার দুপুর আনুমানিক পৌনে ১ টার সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে লালপুর তিলকপুর গ্রামে অভিযান পরিচালনা করে ২২০ গ্রাম হেরোইন সহ আসামী মোঃ কবির ইসলাম (২০) পিতা- মোঃ মনতাজ আলী মন্ডল, সাং- জাহানাবাদ, থানা- মোহনপুর, জেলা- রাজশাহী কে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী মোঃ কবির জব্দকৃত আলামত হেরোইন বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে মাদক ব্যবসায়ীদের কাছে তা বিক্রয় করে আসছে এবং সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এই মাদক ক্রয়-বিক্রয় করে। এমন মাদক বিরোধী অভিযান সবসময় অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেছেন।