মোঃ সোহান সরকার:
নাটোর পৌর প্রতিনিধি:
নাটোর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থী কর্তৃক একটি বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকল ১১ টা ৩০ ঘটিকায় শহরের মাদরাসা মোড় নাটোর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর সামনে থেকে বিক্ষোভ টি শুরু হয় এবং পরে শহরের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে করতে শহরের কানাইখালী প্রেস ক্লাব এর সামনে এসে হাজির হয়। এ সময় নাটোর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা (রা.) কে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদ করে । পরে শিক্ষার্থীরা নাটোর শহরের মধ্যে দিয়ে বিক্ষোভ করতে করতে নাটোর শিশু পার্ক হতে আবারও সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর সামনে গিয়ে তাঁরা তাঁদের বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি শেষ করে।