সত্যবার্তা ডেস্ক:
গতকাল শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টার সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। নাটোর সদর থানাধীন দিঘাপতিয়া ইউনিয়নের ভাতুরিয়া-ষ্টীমারঘাট এলাকা থেকে ০১ কেজি গাঁজাসহ আসামী ১| মোঃ মাহাবুব খান বাবু (৪২) পিতা- মৃত মজিবর রহমান, ২| মোঃ ইকবাল হাসান ওরফে হাসু (৩৬) পিতা- মোঃ আঃ ছাত্তার প্রামাণিক, উভয়ের সাং- দিঘাপতিয়া চকফুলবাড়ি, থানা ও জেলা নাটোর কে গ্রেফতার করে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে গাঁজা বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করে তা বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। ও জব্দকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। এবং তাঁরা পেশাদার মাদক ব্যবসায়ী বলেও নিশ্চিত করেন।