আজ- শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরে ১৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার ; ৩ জন গ্রেফতার;

সত্যবার্তা ডেস্ক :

 

নাটোরে ১৩টি চোরাই মোটরসাইকেল সহ ৩ জন গ্রেফতার  হয়েছে । নাটোর জেলা পুলিশের ৬ দিনের রুদ্ধশ্বাস অভিযানে ১৩ টি চোরাই মোটরসাইকেল সহ ৩ জন গ্রেফতার হয়েছে। গত ২৮-০২-২০২২ ইং তারিখে সন্ধ্যা আনুমানিক ৭-১৫ মিনিটে মোঃ আরিফুজ্জামান (৪২) তার নিজস্ব মোটরসাইকেল বড়াইগ্রাম থানাধীন বনপাড়া বাইপাস সংলগ্ন, আমিনা হাসপাতালের গেটে মোটরসাইকেল রেখে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে হাসপাতালের ভিতর যায়। ডাক্তার দেখানো শেষে এসে দেখেন তার মোটরসাইকেল হোন্ডা সিবি সাইন ১২৫ সিসি লাল রংয়ের, যার রেজিস্ট্রেশন নম্বর- নাটোর হ ১২-২৬২৮ অজ্ঞাতনামা চোর কর্তৃক মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে। নিজের কষ্টার্জিত টাকায় কেনা মোটরসাইকেল টি হারিয়ে যাওয়ায় চোখে-মুখে আন্দার দেখেন আরিফুজ্জামান। অনেক খোঁজাখুঁজি করে মোটরসাইকেল টি না পেয়ে গত ২৮-০২-২০২২ ইং তারিখে এই সংক্রান্তে বড়াইগ্রাম থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করলে মামলাটি রুজু করা হয়। তারই ফলশ্রুতিতে নাটোরের পুলিশ সুপার জনাব লিটন কুমার সাহার দিক নির্দেশনায়। বড়াইগ্রাম থানা পুলিশ, ডিবির সমন্বয়ে তাৎক্ষণিক ভাবে চৌকস অফিসার ও ফোর্সের সমন্বয় চারটি টিম গঠন করা হয়।

 

 

 

প্রতিনিয়ত উক্ত চারটি টিমকে মনিটরিং এবং বিভিন্ন ভাবে দিকনির্দেশনা দিতে থাকেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা সংস্থার তথ্য মতে প্রথম মোটরসাইকেল চোরকে সনাক্ত করা হয়। পুলিশের চারটি টিমের নিরলস পরিশ্রমে গত ০৬-০৩-২০২২ ইং তারিখে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। মোঃ আল-আমিন (হীরা) কে গুরুদাসপুর থানাধীন নওয়াপাড়া বাজার এলাকা হতে একটি চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার করা হয়। আল-আমিন এর দেওয়া তথ্যমতে একই তারিখ আনুমানিক দুপুর ২ টায় মোঃ সাখাওয়াত হোসেন (পলাশ) কে পাবনা জেলার চাটমোহর থানাধীন তার নিজ বসত বাড়ি থেকে একটি মোটরসাইকেল সহ এবং সন্ধ্যা ৬ টায় শ্রী নির্মল সরকার কে সিংড়া থানাধীন তার বসত বাড়ী হতে একটি চোরাই মোটরসাইকেল সহ গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করলে তাদের দেওয়া তথ্য মতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে পরবর্তীতে আরও ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

 

 

গ্রেপ্তারকৃত আসামিদের নাম ও ঠিকানা। ১/ মোঃ আল-আমিন, হিরা (৪০) পিতা- আঃ মজিদ, গ্রাম- সিধুলী, থানা-গুরুদাসপুর, জেলা-নাটোর। ২/ মোঃ সাখাওয়াত হোসেন, পলাশ (৪৫) পিতা- মৃত আব্দুর রহমান, গ্রাম- হরিপুর মোমিনপাড়া, থানা-চাটমোহর, জেলা-পাবনা। ৩/ শ্রী নির্মল সরকার (৪০) পিতা- সর্গীয় নিবারন চন্দ্র সরকার, গ্রাম- রওদি চামাড়ী, থানা-সিংড়া, জেলা-নাটোর। যাদের মোটরসাইকেল হারিয়ে গিয়েছিল তাদের নাম-ঠিকানা। ১/ মোঃ আরিফুজ্জামান, পিতা- আব্দুর রহমান, গ্রাম- বনপাড়া,থানা-বড়াইগ্রাম, জেলা-নাটোর। ( হোন্ডা সিবি সাইন ১২৫ সিসি ) ২/ মোঃ কামরুজ্জামান, পিতা- কাশেম, গ্রাম- লক্ষ্মীপুর, থানা- ভাঙ্গুড়া, জেলা-পাবনা। ( ডিসকভার ১০০ সিসি ) ৩/ মোঃ মাজেদুল, পিতা- সোলায়মান, গ্রাম- বিলমাড়িয়া, থানা-লালপুর, জেলা-নাটোর। (ডিসকভার ১২৫ সিসি) হারিয়ে যাওয়া মোটরসাইকেল ফিরে পেয়ে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা সহ পুলিশের সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার