
সত্যবার্তা ডেস্ক:
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টার সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা রাজশাহী থেকে নাটোরগামী বড় হরিশপুর (১নং ব্রীজ সংলগ্ন) এলাকায় মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে। অভিনব কায়দায় TOYOTA মাইক্রোবাসের ডান সাইডের প্যাড কভারের ভিতর চেম্বার তৈরি করে ১৩ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
অভিযুক্ত আসামী ১| মোঃ আহানুর ইসলাম (৪০) পিতা- মোঃ আব্দুল মজিদ, সাং- চাঁদপুর (ধলাহার হাইস্কুল এর পাশে) থানা ও জেলা জয়পুরহাট।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মোঃ ফরহাদ হোসেন জানান, আটককৃত ব্যক্তি মোঃ আহানুর ইসলাম সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে তা বিক্রয় করে আসছে। এবং সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী।