আজ- শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

নাটোরে ১৯১ পিস ইয়াবাসহ হাসপাতাল ব্যবস্থাপক গ্রেফতার

সত্যবার্তা ডেস্ক :
নাটোর শহরের চকরামপুর এলাকার জেনারেল হাসপাতাল থেকে ১৯১ পিস ইয়াবাসহ শিখা খাতুন নামে হাসপাতালের ব্যবস্থাপককে গ্রেফতার করেছে টাস্ক ফোর্সের সদস্যরা। শনিবার বেলা সাড়ে ৪টার দিকে এক জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও টাস্ক ফোর্সের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শিখা খাতুন-৩৭ বড়াইগ্রাম উপজেলার রামাগাড়ী গ্রামের আব্দুর রহমানের মেয়ে। সে জেনারেল হাসপাতালের ১০ নং কক্ষে বসবাস করতো। টাস্ক ফোর্সের সদস্যরা ওই ঘর থেকেই ১৯১ পিস ইয়াবার একটি প্যাকেট উদ্ধার করে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক সোলাইমান হোসেন জানান, গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের মাধ্যমে সংবাদ পেয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খানের নেতৃত্বে টাস্ক ফোর্সের একটি টিমনাটোর শহরের চকরামপুর এলাকায় জেনারেল হাসপাতালে অভিযান চালায়। এ সময় শিখা খাতুনের শয়ন কক্ষ হাসপাতালের ১০ কক্ষে তল্লাশী চালিয়ে ১৯১ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।তিনি আরো জানান, শিখা খাতুন এই হাসপাতাল থেকে ইয়াবা ট্যাবলেট বিভিন্ন জায়গায় পৌছে দিত। এমনকি এই হাসপাতালেও লোকজন ইয়াবা ট্যাবলেট কিনতে আসতো। তাছাড়া শিখা খাতুনের বিরুদ্ধে আরো কিছু অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বলেন, শিখা খাতুনের কক্ষ থেকে ১৯১ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার