নাটোরে র্যাব -৫ এর অভিযানে চোলাই মদ সেবন ,সংরক্ষণ ও বিক্রয়কারী সহ তিন জনকে আটক আটক করা হয়েছে । আজ ২৯ মে রবিবার সকাল সাড়ে সাতটার দিকে নাটোর সদর উপজেলার পাইকপাড়া দাখিল মাদ্রাসা ও পাইকপাড়া করের পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদসহ তাদের আটক করে র্যাব। র্যাব জানায়, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ রবিবার ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত সদর উপজেলার পাইকপাড়া দাখিল মাদ্রাসা ও পাইকপাড়া করের পুকুরপাড় এলাকায় কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ হোসেন এবং কোম্পানি উপ-অধিনায়ক মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় আড়াই হাজার লিটার চোলাই মদসহ একই এলাকার মৃত শিবু বিশ্বাসের ছেলে গনেশ বিশ্বাস (৪৫) ও মৃত ভবানী বিশ্বাস এর ছেলে মানিক বিশ্বাস (৩৮) ও দরাপপুর এলাকার মৃত যোগেন্দ্রনাথ এর ছেলে বিশ্বনাথ বিষু (৪৫) কে হাতেনাতে আটক করা হয়।আটককৃত আসামিরা উপস্থিত সাক্ষী ও স্থানীয়দের উপস্থিতিতে চোলাই মদ তৈরি সংরক্ষণসহ বহিরাগত মাদকসেবীদের নিকট নিয়মিত মাদক কেনাবেচা করার কথা জনসম্মুখে স্বীকার করে। র্যাব আরো জানায়, আটককৃত ব্যক্তিদের নামে ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, জব্দকৃত চোলাই মদ পচনশীল, দুর্গন্ধযুক্ত ও বহনের অযোগ্য হওয়ায় ঘটনাস্থলেই তা ধ্বংস করা হয়েছে।