সত্যবার্তা ডেস্ক:
নাটোর কারাগারে গতরাতে এক কয়দির মৃত্যুর পর আজ ভোরে মাত্র ৯ঘন্টার ব্যবধানে আরো এক হাজতির মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় নাটোর সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
নাটোরের জেলার আব্দুল বারেক জানান, আনছার শেখ নামের ওই হাজতি একটি হত্যা মামলায় আসামি হিসেবে জেলখানায় ছিলেন। গতরাতে তার বুকে ব্যথা হলে প্রথমে জেলখানা হাসপাতলে ও পরে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। মৃত আনছারর শেখ পাবনা সদর এলাকার মৃত নূর শেখের ছেলে। গত ১৪ মাস ধরে সে নাটোর জেলখানায় বন্দি ছিল বলেও জানান তিনি।
এছাড়া গতরাতে ওসমান শেখ নামে মাদক মামলার আরো এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে অসুস্থ হয়ে পড়লে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। ওসমান শেখ নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া গ্রামের মৃত নুরু শেখের ছেলে এবং নাটোর জেলের কয়েদি নং-৬৯১২/৭। চলতি মাসের ১৪ তারিখে মাদক গ্রহণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে তার সাজা হয়।
তবে কয়েদি ওসমানের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে । পরিবারের দাবি পুলিশের নির্যাতনের কারনে ওসমানের মৃত্যু হয়েছে ।তবে পুলিশ বলছে অসুস্থতার কারনে ওসমানের মৃত্যু হয়েছে । এনিয়ে ,পুলিশ ও পরিবারের মধ্যে নানা দিক নিয়ে অভিযোগের পাল্টা অভিযোক চলছে । বর্তমানে সাধারণ জনগনের একটাই প্রশ্ন ,মাত্র ৯ঘন্টার ব্যবধানে নাটোর জেলা কারাগারে কি করে দুইটি কয়েদির মৃত্যু হয ।