সত্যবার্তা ডেস্ক
সিপিসি-২ নাটোর ক্যাম্প, র্যাব-৫ রাজশাহীর একটি অপারেশন দল অদ্য ২২ জুলাই ২০২২ ইং তারিখ ২০:৩০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার একডালা গ্রামস্থ এলাকায় কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক, মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে জনৈক মোঃ সুলতান প্রামানিক এর বসতবাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা। আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল ৪৮ বোতল এবং রেজিস্ট্রেশন বিহীন ০১ টি মোটরসাইকেল সহ ১| মোঃ নাইমুল ইসলাম (২২) পিতা- মোঃ শুকুদ্দি, ২| মোঃ মনিরুল হক (৩৫) পিতা- মোঃ আবির হোসেন, উভয়ের সাং- পশ্চিম গোপালনগর (শ্যামপুর) থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ দ্বয়’কে গ্রেফতার করা হয়।
আটককৃত আসামীদ্বয়’কে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত আলামত আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখে পরিবহন করছে মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী, তারা পরস্পর যোগসাজসে উল্লেখিত জব্দকৃত আলামত আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল (মাদক) চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে যুব সমাজকে বিপথগামী করছে।