সত্যবার্তা ডেস্ক
নাটোরের পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান এর দিকনির্দেশনায় এবং মোঃ সাজ্জাদ হোসেন (ওসি) ডিবির নেতৃত্বে, এস আই মোঃ সাদ্দাম হোসেন ডিবির একটি টিম নিয়ে বুধবার সকাল আনুমানিক ৭ টার সময় নাটোর বেলঘড়িয়া বাইপাস এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। আসামী মোঃ জুয়েল ইসলাম (৩২) পিতা- মোঃ শফিকুল ইসলাম, মাতা- মোছাঃ সেবী বেগম, সাং- গোমাস্তাপুর, থানা ও জেলা চাঁপাইনবাবগঞ্জ কে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।
মোঃ সাজ্জাদ হোসেন ডিবির (ওসি) বলেন, নাটোরের মাননীয় পুলিশ সুপার মহোদয় এর নির্দেশে ও গোপন সংবাদ এর ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এবং আসামী মোঃ জুয়েল ইসলাম এর দেহ তল্লাশী করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি আমরা। জুয়েল একজন পেশাদার মাদক ব্যবসায়ী সে দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসা করে আসছে।